সেদিনের গেঁয়োবধূদের মন-কথা
- আরিফুল হক দ্বীপ

তুমি বিহনে পরান কান্দে প্রিয়,
রইলা কোন বিদেশে?
চাকরি বাকরি করো,ছাড়ি আমারে
দিন কাটে চেয়ে খোলা আকাশে।
কবে আসবা সুজন,আমার দুয়ারে
যায় শুকায়ে মধু
কেউ বুঝেনা,মনের বেদনা,
পুড়েগো সখা তোমার মন বধূ।
বালিশ ভিজে প্রতি নিশিতে,
ভাসে মুখ তোমার মনের আয়নায়,
কবে আসবা প্রিয় বন্ধুগো
আর সহেনা-
মরিযে বিষম যাতনায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।