ফিরিয়ে দাও গণতন্ত্র
- আরিফুল হক দ্বীপ

গণতন্ত্র আজ পড়েছে মাটি চাপা-
হায়েনার দখলে দেশ,
অবরুদ্ধ মানুষ।
বলতে পারেনা মুক্তির কথা।
নূর হোসেনের রক্তের-
কি মূল্য দিলো তারা?
নব স্বৈরশাসনে চলছে দেশ।
কলঙ্কের কালি লেগেছে গায়
গণতন্ত্রের,মুক্তি পেতে চায় মানুষ।
ভোটঘরে যেতে চায় দলবেঁধে তারা
বাঁধাহীন,গণতন্ত্র চায় আবার।
'ফিরিয়ে দাও আমার ভোটাধিকার,
ফিরিয়ে দাও-
নূর হোসেনের রক্তে কেনা
আমার সেই অমূল্য খনি।।'
5/1/2015


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।