কী করে চলে!
- রফিকুল ইসলাম রফিক
হে সাধারণ মানুষ তোরা কী আসলেই জানিস
কতটা অধঃপতন ইতোমধ্যেই হয়ে গেছে তোদের।
সৎ মানুষটি তার পরিচয় দিতেই আজ বড় ভয় পায়
যদি অপমানিত হয়।
সততার মূল্য যদি হয় কান্না, লাঞ্ছনা আর বার বার অপমান
কী করে অটুট রইবে সৎ, স্বচ্ছ মানুষের দল
যৎসামান্য যারা এখনো বর্তমান
যাদের রয়েছে জীবন ও সমাজে অসামান্য অবদান।
দুর্গন্ধময় উচ্ছিষ্টের মতো
বার বার নিক্ষিপ্ত হয়ে জীবনের আস্তাকুড়ে
ওরা আজ বিলীনের পথে।
হে সাধারণ মানুষ তোরা কী আসলেই জানিস
কতটা অধঃপতন ইতোমধ্যেই হয়ে গেছে তোদের।
সৎ মানুষের অক্লান্ত পরিশ্রমের সৃষ্টি নিয়ে অসতের দাপট
অসহায় স্রষ্টা, অসহায় সব সাধারণ মানুষ
এইভাবে কী করে চলে!
যদি সবাই নিশচুপ মুখ বুজে রয়।
অসংখ্য মানুষ আজ বন্দি কিছু
বর্বর সেনাদের হাতে অসৎ অস্ত্রের মুখে।
এইভাবে কী করে চলে!
তাই আর- মুখ বুজে থাকা নয়
নয়, গুটি কয়েক অবৈধ অস্ত্রের দাপটে প্রাণ হারানোর ভয়
কিছু জীবন সে তো যাবেই
অন্যথায়, অনিবার্য ধ্বংস তোদের সৃষ্টির- শ্রেষ্ঠ মানুষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।