আলোর মর্ম
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমাদের অজ গাঁয়ে পথবাতি নাই ,
রাতে চলতে টর্চ থাকা বাঞ্ছনীয় তাই !
রাতভিতে আঁধারেতে ভয় লাগে খুব ,
তালগাছে হাওয়া লেগে নড়ে ঝুপ ঝুপ ;
আলপথে সাবধানে পা ফেলে চলা ,
কখন যে পড়ে যাবো যায় না তো বলা !
দূর থেকে আলো এসে ছায়া পড়ে পাশে ,
বলা তো যায় না যদি ভূত চলে আসে !
আঁধার পথের পানে হয় না ঠাহর ,
পুবে না পশ্চিমে কোন দিকে ঘর !
তারপর কোনোমতে আসে লোকালয় ,
আলো দেখে ভালো করে কেটে যায় ভয় !
গ্রামের মাঝেতে আছে এক দেবালয় ;
প্রাচীন সে মন্দিরে ও খানিক গল্প রয় !
দস্যু এসে ভাঙতে চাইল শিবের আলয় ;
ভগবান স্বয়ং এসে তাদের পেটায় ;
আঁধার পেরিয়ে এসে ঘরে সবে জুটি !
ঘরে দেখি জ্বলছে তখন বৈদ্যুতিক বাতি ;
গ্রামে যবে যাই বুঝি আলোর মানে -
আঁধারেই থাকে যারা আলো কি তা জানে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।