কফিন
- আরিফুল হক দ্বীপ

যে কফিন বইবে আমার লাশ,
শূন্যতা গিলে খাবে আশপাশ।
অজস্র তারকার রাতে
কেউ রবে না সাথে।
দুদন্ড কথা বলার কেউ পাবো না,
সেও তখন স্বার্থপর-
দু ফোঁটা অশ্রু ফেলে পরঘর।

এমন রিক্ততায় কে হবে
বলো সঙ্গী কফিনে?
কর্ম আমার অস্তিত্বের বইবে
সংকেত, নিগূঢ়ে বাজবে কানে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।