নয় স্বাধীনতা,শোকের দিন
- আরিফুল হক দ্বীপ

আজ স্বাধীনতা নয়,শোক কালো অন্ধকারের দিন আজ।
চৈত্র্যের এক পশলা বৃষ্টিতে-
মাটি উঠে কেঁপে লক্ষ শহীদের কবর,
প্রতিবাদ জানাতে আসে,তাঁদের আত্না বাতাসের
তরঙ্গে-
প্রতিধ্বনি হয় বারবার।
বন্ধ করো,বন্ধ করো এ প্রহসন।
স্মৃতিসৌধে কিসের ফুল?মতিউর,কামাল জাহাঙ্গীরের-
তীব্র আক্রোশ।
জানতে চায় তাঁরা-
সাগর-রুনি কেন হলো খুন?কেন কাঁদে ছোট্ট মেঘ
বারেবারে
অন্নহীন প্রতিদিন।
কেন বকর বিশ্বজিতেরা অকালে পড়ে ঝরে বিনাদোষে?
মায়ের চোখে কান্না শেষে জমা হয়-
একরাশ নির্জন শ্মশান?
হয় কেন অহরহ ইলিয়াস আলীরা গুম,
কত প্রহর নির্ঘুম প্রতীক্ষায় স্ত্রী,পুত্র স্বজনেরা?
কেন বেরুতে গেলেই আজ গ্রেনেডের শব্দে ভারী
বাতাস?
কেন আজো পুড়ে বাড়িঘর,দুর্বৃত্তদের আগুনে?
উড়ে বাতাসে পুড়ো বাড়ির ছাই।
কেন হয় ভাঙ্গচুর মন্দির,মূর্তি সাম্প্রদায়িকতার
দংশনে?
'জবাব দাও,জবাব চাই-'
এর জন্যে কি করেছি নয় মাস ধরে রক্তক্ষয়ী লড়াই?
এর জন্যে কি দিয়েছি আমাদের মাথার খুলি,হাড় পাঁজর
সব?
বন্ধ করো,বন্ধ করো এ প্রহসন।
চাই না আমরা ফুল,
নিঃস্বার্থে এনে দিয়েছিলাম একদিন স্বাধীনতা।
রক্ষা করলে কই?'
বিহঙ্গ হয়ে পারে না উড়তে মানুষ,
তবে স্বাধীনতার রঙ্গ বাদ্য বাজে কেন আজ?
জাতির পতাকা আজ উর্ধ্বে না উড়ুক,
শোকের করুণ বিউগল বাজুক।।
-২৬/৩/২০১৩ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।