জমা ক্ষোভ
- অরুণ কারফা

জমা ক্ষোভ
অথবা গচ্ছিত অর্থ ধনরাশি
দুটোই এক অর্থে পচা আর বাসি
এইটা বোঝে কেউ সত্বর
কারো বয়স হয় সত্তর বা আশি।
দেয়না ধরা যে সকল দোষ
অথচ জন্ম দেয় যারা অসন্তোষ
কাছাকাছি থেকে আর ঘুরে ঘুরে
বিচরণ করে মনের মাঝারে
ত্বরায় হোক বা ধীরে ধীরে
মনকে এরা খাবেই কুরে কুরে
ফিরে ফিরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।