অন্ধকারের ইতিবৃত্ত
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমাদের গাঁয়ে দিনে ভারি মজা হয় ,
সারাদিন লুকোচুরি খেলে কেটে যায় ;
তারপর খুনসুটি , ছোঁয়াছুয়ি খেলা ,
এইসব নিয়ে কাটে দুপুরের বেলা !

বিকেলবেলাতে সব ঘুরতে বেরনো -
দাদা ভাই বোন দিদি সবাইকে নিয়ে !
বড়দের সতর্কবাণী সদা বাজে কানে ,
আঁধার হওয়ার আগে ফিরবে এখানে !

মাইলখানেক দূরে রেলের স্টেশন ,
মন্দিরের আদলে গড়া সুনিপুণ কীর্তি !
সেখানে লোকে শুধু ঘুরতেই যায় ;
সকালে আর রাত্তিরে ট্রেন দুটি তিনটি !

সন্ধ্যা হল তো হল আঁধারের সময় ,
নিকষ কালো আঁধার যেন ,
আলো গিলে খায় !
চারিদিকে আঁধার শুধু
আকাশে একটু আলো !
অমাবস্যার রাত হলে
সেই আশা ও গেল !
সাবধানে পথ চলা অন্ধকার রাতে !
ভয় হয় পা যদি পড়ে গর্তেতে ;
বাড়ি ফিরে আলো পাই ,
বিদ্যুতের বাতি -
লোডশেডিং হয়ে গেলে
সব আনন্দ মাটি !
আলোতে থাকার ফলে
খারাপ অভ্যাস !
অন্ধকার দেখলে আমায়
হতাশা করে গ্রাস !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।