স্বাধীনতা মানে
- আরিফুল হক দ্বীপ

স্বাধীনতা মানে কবির সেই স্বাধীনতার কবিতার প্রতি
অবিচার,
স্বাধীনতা মানে সোনার বাংলাদেশ ধ্বংসের
দাবানলে পুড়ে ছারখার।
স্বাধীনতা মানে রক্তের বৃষ্টিতে সিক্ত নির্বিবাদীর
শার্ট,
স্বাধীনতা মানে অহরহ ধর্ষণ, নারীর জীবনে দুর্বিষহ
অন্ধকার।
স্বাধীনতা মানে রক্ত,নিত্য খবরের কাগজে আসা খুনের
খবর,
স্বাধীনতা মানে ক্রসফায়ার, বিনাদোষে অকালেই
একটি ফুলের কবর।
স্বাধীনতা মানে সন্তানের লাশ নিয়ে দুঃখী মায়ের
আহাজারি,
স্বাধীনতা মানে জঙ্গি সংগঠন,বোমা গ্রেনেডের
ছড়াছড়ি।
স্বাধীনতা মানে নির্বাচন পূর্ব ভোটের জন্য
প্রতারণামন্ত্র,
স্বাধীনতা মানে গণতন্ত্রের দোহাই দিয়ে কায়েম
পরিবারতন্ত্র।
স্বাধীনতা মানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,গরীব তুমি
ছন্নছাড়া হও,
স্বাধীনতা মানে ভিক্ষার থলি নিয়ে ঘুরে ঘুরে অন্ন
জোগাও।
স্বাধীনতা মানে ছাত্রলীগ, ছাত্রদল,শিবির,
ওদের পিশাচী বর্বরতায় অজস্র নিরীহের প্রাণ স্থবির।
স্বাধীনতা মানে সাংবাদিক নির্যাতন, শিক্ষক অবাধে
খুন,
স্বাধীনতা মানে দেশের অস্তিত্ব বিরান,ছিঁড়ে ছিঁড়ে
খায় শকুন।
স্বাধীনতা মানে একাত্ন হয়ে মিশে থাকা সন্ত্রাস ও
বাংলাদেশ,
স্বাধীনতা মানে আক্ষেপ করে লেখার নাইযে শেষ।।
২৬/৩/২০১০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।