সত্য মহাশয়
- সৌম্যকান্তি চক্রবর্তী
এই বিশ্বে কোনো কিছুই
চিরদিনের নয় ,
মায়া, ভালোবাসা, রাগ,অভিমান ;
ক্ষনিকের তরে রয় !
দুর্বল মানুষেও ঘটায় অঘটন ;
সবল মানব তারও হচ্ছে পতন !
কচ্ছপ জিতে যায় দ্রুততার দৌড়ে -
খরগোশও হারে অহঙ্কারের ঘোরে !
আলো অপসৃয়মান আঁধারের দাপটে ;
নেতারাও চড় খায় জনতার হাতে ;
অন্যায় কোনোদিন হয়ত জিতে যায় !
জয়ের হাসি হাসে শেষে সত্য মহাশয় ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।