বীর সন্ন্যাসী বিবেকানন্দ
- সৌম্যকান্তি চক্রবর্তী
বীর সন্ন্যাসী বিবেকানন্দ
তোমায় জানাই প্রণাম ;
পুরুষকারের জীবনাদর্শে
স্মরণীয় তব নাম !
এসেছিলে এই ভারতবর্ষে
নবযৌবন গড়তে !
হিন্দুধর্ম মর্যাদা পেল
তোমারই চেষ্টাতে !
বলেছিলে তুমি তাই
মুচি , মেথর , চণ্ডাল
আমার রক্ত ,
আমার ভাই !
তোমারই প্রচেষ্টাতে
ভারতবর্ষ স্থান পেল -
বিশ্ব প্রেক্ষাপটে !
আজকের এই শতাব্দীতে
জানাই তোমায় শ্রদ্ধা !
মানুষ যেন বুঝতে পারে
তোমার জীবনবোধটা ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।