মা সারদা
- সৌম্যকান্তি চক্রবর্তী
অন্তরলোক করে আলোকিত -
তব পবিত্র প্রেমবাণী !
তমসা সরাতে এসেছিলে -
ওগো ঠাকুরের সঙ্গিনী !
সহজ সরল পথে -
প্রেম ও সেবার ব্রতে -
শিখিয়েছিলে নররূপী
ঈশ্বরকে ভালোবাসতে !
ফারাক দেখোনি -
জননী গো তুমি
সতে আর অসতে !
পুণ্য জনমতিথিতে তোমায় -
প্রণাম জানাই মাগো !
সহজ কথায় জ্ঞাপন করি -
ভক্তি ও শ্রদ্ধার্ঘ্য !
নবচেতনায় নবপ্রেরণায় -
করেছিলে উদ্বুদ্ধ !
বলেছিলে সব মনেই মুক্ত
আর মনেই আবদ্ধ !
মানুষরূপী ঈশ্বরী তুমি
হে মা সারদা -
ভক্তহৃদয়ে শাশ্বতরূপে
রইবে তুমি সদা !
( সারদা মায়ের জন্মতিথিতে লেখা )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।