যত মত তত পথ
- সৌম্যকান্তি চক্রবর্তী

দিয়েছ এ প্রাণ -
হে ভগবান !
তুমি তো সবারই ইষ্ট !
তুমিই খোদা , তুমিই কালী
তোমাতেই যীশুখ্রীষ্ট !

ভিন্ন নামেতে ভিন্ন রূপেতে
ভিন্ন রীতিতে পূজ্য -
একই আলো তবু
নানা রূপে তুমি -
সবার কাছে প্রযোজ্য !

ঘুরি ফিরি কত স্থানে -
পাইনি তো কোনোখানে !
ভুলেই গিয়েছি তব শ্রীচরণ
আছে মোর গৃহকোণে !

কত লোকে তবে
ডাকে কত নামে -
কত না মত অমত
বলেছে ঠাকুর -
ঈশ্বর এক !
যত মত তত পথ !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।