জাগে হর্ষ
- সৌম্যকান্তি চক্রবর্তী

আজ বিশ্ব কবি দিবস -
আমি আজ কেন বিবশ ?
কবিতার পড়েছে আকাল -
আমি যে হয়েছি অলস !

অলস তো মোর প্রকৃতি -
আমি তো অলস নই !
তাই তো নিয়ম করে -
কবিতা লিখতে রই !

যখন নিজের ভাবের অভাব
অন্যের ভাব ধরি -
ভাবাশ্রয়ী বলে তারে
নিজে অনুবাদ করি !

তাতে ও মনের মাধুরী মেশাই -
জলরঙে দিই স্পর্শ -
সেটার একটা নাম দিয়ে
তবে হৃদয়েতে জাগে হর্ষ !

(বিশ্ব কবি দিবসে লেখা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।