আগ্নেয়গিরি
- রুদ্র রহমান - অতৃপ্ত দহনে জ্বলছে আয়ু

আমি পাথর!
কত কষ্টের বাতাসের
ধাক্কা এসে পড়ে,
এই নিগড় মন্ডপে
তবুও, আমি নিরব।
আমার যে বোধ শক্তি
শকুনের মত নেই!

পৃথিবীর কল্পিত বেদনার
আবছায়া ঘিরে মুখের রং বিবর্ণ
সাজলেও আমি কাঁদি
না!
কারণ, আমি পাথর!

মানুষের জীবনে বিষ ঢেলে,
অপরের সুখ দেখলে
হয়ে উঠি বিমর্ষ!

অশ্লীল, বেহায়া ও
অশুচি চিন্তার যাঁতাকলে
ভর্তি এ কলুষিত চত্বর!
ছলনায় পড়ে মানুষ কাঁদে,
ঝড়ে বহে অশ্রু ধারা
সজোরে। কিন্তু, আমি
নির্বাক চোখে শুধু দেখি!

একটু কাঁদিও না,
কারণ তো আগেই বলেছি।
এই হৃদয়ে যে কি আছে
নিজেও জানি না!

মাইক্রোওয়েভ ওভেনের
সাইকেল কেও অতিক্রম
করেছে এর সীমা!
ওভেনের অণু পরমানু মাত্র
উন পঞ্চাশ কোটি বার
জায়গা বদল করে!

কিন্তু, তোমার !

জি, তোমারই
মনের অনু পরমানু
তার চেয়েও কোটি কোটি
বার পরিবর্তন করে তার
আবেগ, ইচ্ছা, গতিপথ।

আরও কত কী?
থাক আরেক দিন বলবো।
কারণ, এখন মনে জ্বলন্ত
ফুলকিরা বাসা বেধেঁছে!

এ ফুলকির মাঝে কেউ
যাতে না পড়ো, আর কেউ
যাতে না হারাও তার হৃদয়
তাই, আমি ভিসুভিয়াস এর মত
দূরেই যাবো।
অনেক দূরে......

জ্বলন্ত
আগ্নেয়গিরি হয়ে ফেঁপে
থাকবো
আমৃত্যু!!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।