স্বপ্ন
- সৌম্যকান্তি চক্রবর্তী
স্বপ্ন আমার স্বপ্ন তোমার -
স্বপ্ন অনেকরকম ;
ঘুমের দেশে স্বপ্ন করে
আবেগের বীজ বপন !
মনের মাঝে চিন্তাধারার
আজব আলোছায়া ;
তারি কোনো সূত্ৰ ধরে
স্বপ্ন করে ধাওয়া !
দুঃস্বপ্ন সুখস্বপ্ন
স্বপ্ন অনেকরকম -
জটিল লোকেরা
স্বপ্ন দেখে না -
তারা অন্যরকম !
স্বপ্ন আসলে অসম্পূর্ণ
সাধের প্রতিচ্ছবি -
স্বপ্ন হাসায় স্বপ্ন কাঁদায় ,
আঁকে অনেক ছবি !
স্বপ্ন আবার ব্যৰ্থ প্রেমের -
আজব উপশম !
স্বপ্নের মাঝে স্বপ্ন দেখার
কঠিন পরিশ্রম -
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।