হৃদয় ছুঁয়ে আছো তুমি
- আরিফুল হক দ্বীপ

তোমায় খুঁজেছি প্রিয়া
অজস্র তারার বনে,চাঁদে,জ্যোৎস্নার প্রান্তরে
খুঁজেছি ঘন অরণ্যে,পাহাড়ের দেশে,
নরম ঘাসের মাঝে,শিশিরের ছোঁয়ায়।
কোথাও নেই তুমি,পাইনি সেখানে কোথাও
পেরিয়ে তেপান্তর,
নদীর বাঁকে বাঁকে,ঢেউয়ের মাঝে,
আরো খুঁজেছি বাতাসের গন্ধে-
ফুলের কাননে।
কোথাও খুঁজে পাইনি তোমায়।
অবশেষে পেয়েছি,
আমার হৃদয় ছুঁয়ে আছো তুমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।