তুমিই কেবল পুড়ো
- আরিফুল হক দ্বীপ

তুমি হয়েছো নষ্ট,তোমাকে ছুঁয়েছি বলে,
আমাকে ছুঁয়েও তুমি-
নষ্ট করতে পারলেনা।
দিব্যি এখনো আমি সোনালী ভোর,
ঘাসের ডগায় এখনো প্রাণের শিশির,
হেঁটে চলি;করি উৎসব।
হাওয়ায় ভেসে গাই গান,
দুঃখ নেই,ব্যথা নেই-
সুখের স্বর্গ মুঠোয় আমার।
তুমি কেবল দুঃখের শিখায় পুড়ো,
ব্যথায় বিলাপে বালিশ ভিজাও নিয়ত।
আমার ভেতর হাজার কষ্টরা-
রক্তচোষার মতো খেয়ে গেলেও,
আমি চন্দ্রে করি বসবাস।
নতুন ফুলের থাকি অপেক্ষায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।