মানুষ
- আরিফুল হক দ্বীপ

জানি খাবেনা আমাদের ভাত,
আমার থালায়-
ঘেন্না করবে তাইনা?
এই গ্লাশে এক চুমুক জল,
তাও মনে হয় বিষের পেয়ালা।
জানি অবিশ্বাস।নগন্য মানুষ আমরা,
নর্দমাই মনে করো-
তবু যদি এক ফোঁটা রক্ত
নিয়ে যাও হাতে করে,
মেলাতে পারবে তোমার মতই-
আমিও মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।