তোমার সমাজ
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার সাথে দেখা করার -
শাস্তি দেবে তোমার সমাজ !
তোমার আমার প্রেমের -
অন্তরায় ওরা আজ !

কি ভুল করেছি আমি !
করেছিলাম বিশ্বাস ;
তারি প্রতিফলে আজ -
ফেলি দীর্ঘশ্বাস !

ভাবিনি কখনো দেখা করলে -
হবে এই প্রমাদ -
সমাজ প্রতিপন্ন করবে আজ-
আমায় উন্মাদ !

তোমার দৃষ্টিতে আমায়
করতে অপদস্ত !
আসামী বানাতে ও
ওরা সিদ্ধহস্ত !

পাগল বলে শহরের মোড়ে -
আমায় ওরা মারছে পাথর !
এর চেয়ে বেশী কি দেবে ওরা ?
মৃত্যু দেবে অতঃপর !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।