প্রেমের আশা
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমাকে দেখেছিলাম
যখন -
বার বার দেখে ও -
ভরছিল না মন !
দেখে তোমার রূপের
ঝলক -
আমার চোখের পড়েনি
পলক !
কি ছিল সেই চোখের ভাষা ?
আমার বুকে প্রেমের আশা !
রাতের পড়ন্তকালে -
চলে গেলে একলা ফেলে !
আমার তরে সারা জীবন -
রাস্তাই শুধু রেখে গেলে !
ভাবি যদি আজ কোনোখানে !
রয়েছ বসে অভিমানে -
তবে চলে এসো আমার কাছে !
বসে আছি তোমার আশে !
চলে গেলে এ মধুলগন -
কি হবে আর নিয়ে -
এই জীবন !
শ্রদ্ধেয় জগজিত সিংজির "Aapko dekhkar dekhta reh gaya " থেকে অণুপ্রাণিত |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।