মাতা ও পিতা
- সৌম্যকান্তি চক্রবর্তী
বলতে পারি না মনের ব্যথা -
এমন সুহৃদ বন্ধু পাবো কোথা ?
এমন বন্ধু একজনই -
আমার প্রিয় জননী ..
স্বার্থহীন ভালোবাসা -
আর স্নেহ -
মা ছাড়া আর ,
দেবে কেহ ?
শৈশব থেকে লালন পালন -
আমাদের মাঝে প্রেম ও
সহমর্মিতার বীজ বপন -
সর্বোপরি শিক্ষা ও আন্তরিকতা -
শেখান পিতা ও মাতা !
এই মাতা ও পিতা -
মোদের কাছে ,
ভগবানের সমান -
চিরকাল যেন করি ,
এঁদের শ্রদ্ধা ও সম্মান !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।