অশ্রু ঝরে
- সৌম্যকান্তি চক্রবর্তী
কখনো নিজের 'পরে ,
কভু পরিস্থিতির তরে -
অশ্রু এলো নয়ন জুড়ে !
কথা উঠল যখন ,
তখন সকল কথায় -
অশ্রু ঝরে !!
ভেবেছিনু আমি ভুলে গেছি তারে -
ছিটেফোঁটা ও নেই সে অন্তরে ,
তবু ও জানি না কি ভেবে !
কান্না এল মনের ঘরে -
কেন বলো মোরা বেঁচে থাকি ?
আর বাঁচি কাহার তরে -
বার বার এই প্রশ্ন করে ,
অশ্রু এল দুচোখ জুড়ে !
বলো তো বন্ধু -
কাঁদে কার প্রাণ -
শুধুই পরের তরে -
আপনজনের জন্যই
শুধু অশ্রুবারি ঝরে !!
Inspired from " Kabhi khud pe kabhi halat pe rona aaya by Md Rafi sahab"
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।