হৃদয়হীনা
- সৌম্যকান্তি চক্রবর্তী

পেরিয়েছি আমি ভালোবাসার -
এমন রাস্তা ধরে ;
প্রেম আজ এক ঘৃণিত শব্দ -
আমার এ অন্তরে !

ভাবিনি কখনো তুমি ছিলে -
এতটা হৃদয়হীনা ;
প্রত্যয়পথে ভ্রষ্ট হয়ে -
করবে মোরে ছলনা !

বুঝিনি তোমার আঁখিমদিরাতে -
ছিল গরল শুধুই -
ছলকে ছলকে উঠে তা -
করত তোমায় মোহময়ী !

ভাবো যদি কভু তোমার এ মন -
ভেঙে যায় কপটিনী -
ক্রন্দনরতা তুমি ও করবে -
অনুতাপ চিরদিনই !
পাড়ি দিতে হবে তোমার ও মনকে ,
দুঃখের সান্ধ্যনীড়ে -

জীবনটা পার করব না আমি -
শুধুই দুঃখ করে ;
ছায়া ও যদি তোমার দেখি -
মাড়াবো পায়ের পরে' -
আমি ও যে জানি প্রতিশোধ নিতে -
বোঝাব এমন ক'রে !!

=======================
হিন্দী গানের অনুবাদ কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।