মনে পড়বে
- সৌম্যকান্তি চক্রবর্তী

দেখবে যখন নিজের মুখ দর্পণে -
আমার কথাই পড়বে মনে-
করবে যখন কেশসজ্জা নির্জনে-
আমার মুখই সদাই পড়বে মনে-

বৃষ্টিভেজা রাতে কিংবা দিনে,
আমাকেই রাখবে স্মরণে-
উদাসী ঋতুতে অশ্রুজলে ভিজে,
ভাববে আমায়, কাঁদবে নিজে নিজে-

ভুলতে চাও আমায় যদি,
পারো ভুলেই যেতে-
ভুলে গেলেই দেখবে,
আমি আছি হৃদয়েতে ;

মনে পড়ে কি অঝোর বৃষ্টিপাতে !
ভিজেছিলাম দুইজন একসাথে -
এরপরে যদি একা হও বৃষ্টিসিক্তা-
স্মরণে আসবে আমার কথা,
মনে পড়বে মুখটা !!

যখন রব না আমি -
তোমার সনে..
আমার কথা, আমার মুখ-
পড়বে তোমার মনে !

===================
ভাবানুবাদ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।