চিঠি
- সৌম্যকান্তি চক্রবর্তী
কতিপয় চিঠি লিখেছিলে তুমি,
কত প্রেমপ্রীতি লয়ে !
সেই চিঠি আজ আমার জীবনে,
এনেছে বিষাদ বয়ে !
শয়নে স্বপনে জাগরনে,
যারে রেখেছিনু বুকে করে ;
গোপনে লুকিয়ে রেখেছি,
যেগুলি সমাজের চোখ এড়িয়ে,
তোমার সুবাসমাখা সেই চিঠিগুলি
পোড়াব কেমন করে ?
যেই চিঠিগুলির প্রতিটি শব্দ..
আছে আমার মনে..
সামলে রেখেছি এতদিন ধরে..
চিঠিগুলি প্রাণপণে..
চিঠিরূপ স্মৃতি দিয়েছিনু রেখে..
রত্নসম জ্ঞানে...
বলো তবে এই চিঠিগুলো আমি
পোড়াব কেমনে..
তাই,
তোমার চিঠি গঙ্গাবক্ষে করেছি বিসর্জন !
প্রবাহিত জলে অগ্নিকে যেন করেছি অর্পণ !
================================
জগজিত সিংহের একটি বিখ্যাত
গজলের ভাবানুবাদ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।