অন্ধকারে দীর্ঘশ্বাস
- তানজির উদ্দিন
এই অন্ধকারে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
কী বিশদ এক দীর্ঘনিঃস্বাস
ক্ষণিকের অস্থিরতা কাটেনি বলে হৃদয়ে
আজন্মে বেজন্মার আবাস ।
সবকিছু ঝিমিয়ে আসে কানে কানে গায়
বিদুরিত হয় জোছনা নেমে অন্ধকার হায়
কাননে খেলিলে আঁধারি ভয়ের পিয়াস
ভেঙ্গে যায় আজন্মা পালিত বিশ্বাস ।
কম্পমান ঘরের এক ভীষণ তিরিখিস্ত ব্যপার
অন্ধকারের এক নিদারুণ কল্পনার ঘন অন্ধকার
কেমন যেন বদলে চলে আবেগঘন ক্রন্দন
রংহীন আঁধারের বুক চপে এখন ক্রন্দন
অস্থিরতায় বয়ে চলে সারাক্ষণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।