কোথায় যাবে
- আরিফুল হক দ্বীপ

এই নারীকে ভিক্ষে দিলোনা কেউ,
আকাশ লাগানো বাড়িগুলোর মানুষ।
তাড়িয়ে দিলো নোংরা কথা বলে,
কেউবা ঘাড় ধরে।
আবার রাতে কতগুলো নরহায়েনা-
ঘিরে ধরলো তার শরীর।
খেললো,পুরনো ধুলো ভরা কাপড় নিয়ে তার,
উলঙ করলো।
আর গিললো সে মন্ডা মিঠাই পালাক্রমে ওরা।
ঢেকুর তুললো সবাই সে খাদ্যের।
তারপর?-
ভিক্ষের থলিতে তার কিছু ভিক্ষে দিলো সবাই।
এই ভিক্ষে নিয়ে অবলা-
এখন যাবে বলো কোথায়?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।