হারায় যে চিল
- সীমান্ত মুরাদ

এখন আর পরাজয়ের ক্ষত অক্ষত নেই ৷

সুতরাং ভুলে গিয়েছি
যা মনে রাখা উচিৎ ৷

কখনোই হারানো চিল তার আগের স্থানে বিহারে না
যেমন পাহাড়ের ওপাড়ে প্রেমিকার স্মৃতি ৷

সুষ্ঠুভাবে কিছুই হয় না , তবুও মানুষ প্রশংসা করে থাকে
বিনিময়ে প্রশংসার আশায় ৷

আর ভ্রান্তির গর্ভের অজ্ঞতা নষ্টকে ভাসায়.....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।