বাঙাল
- সীমান্ত মুরাদ

মা !

তোর ঝিয়েরা
আজ হলো কেন নগ্ন ,
পুরুষের দৃষ্টি আকড়ে ধরতে সদাই নিমগ্ন ৷

আজ যখন ঘরে ফিরি , মা !
ভাই বলে ঘেষে না কাছে ,
মিছে ভয় নিয়ে থাকে ;
অধিকার হরণ হয়বা যদি পাছে ৷

ফিরিঙ্গিরা হাসে , মাগো !
হিন্দুস্থানীরা কাঁশে ,
নাইয়োর শেষে বল মা ; তুই ,
ফিরবি সে কোন্ মাসে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।