সখি তাহারে লও
- তানজির উদ্দিন

খেলা নয় খেলা নয়
সখি তাহারে লও যতনে
নহে ভয় নহে ভয়
সখি তাহারে লও যতনে
তাহারি শুভ্র ললাট বিধিরাজ আঁকিয়াছে ঊষার রক্তিমে
আপনি আঘাতে আপনারে রক্তাক্ত করিয়াছে ঐ রক্তিমে ।
সখি তারে নহে ভুলে
তাহারে নহে রাখ দূর দেব মন্দিরে
সখি তারে দূরে ফেলে
তাহারে দূরে রাখ নারে দূর মন্দিরে ।
ডাকিয়া কাছে আপনার ঘরে সেবিতে দাও আপনারে
সখি তব ও সেবায় লভিবে আপনারে আপনারে
চরণের পরে রাখিও যদি না রাখ আপনার ও আলিঙ্গনে
তারে ভুলি নাহি যাও স্মরিও তারে ক্ষণিকের আলিঙ্গনে
ক্ষণিকের আলিঙ্গনের তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।