নীরবে আটক
- রফিকুল ইসলাম রফিক
মুখ ছিলো মুখোশের
নির্মাণ নিখুঁত; বুঝা ভারি দায়
মঞ্চের কুশীলব
খেলে যায় জীবনের নাট্যশালায়।
প্রীত হয় সাধারণ নির্বোধ দর্শক দল
জানা নেই ভেতরের রূপ ছিলো
আসলেই কতটা নকল।
তাই তার- হয়ে যায় ভুল
দিতে হয়, ভুলের মাশুল।
সময়ের ঝকমকা তরতাজা
মনোরম রূপবতী মুখ
দর্শনে সাময়িক মুছে যায়
আছে যতো মনের অসুখ।
তারপর একদিন- আসে বোধ
ভাঙে সব ভুল
দিতে হয় ঠিকঠাক ভুলের মাশুল।
ধরা পড়ে আঁধারের কদাকার
কুৎসিত কালিমার কালো
নিভে যায় সাময়িক সুখকর
জ্বলজ্বলে শান্তির আলো।
এইভাবে চলছেরে প্রতিদিন
জীবনের মঞ্চ নাটক
অসহায় জনগণ হয়ে আছে
চুপচাপ নীরবে আটক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।