অপমৃত্যু
- আরিফুল হক দ্বীপ
যদি কোনদিন ভোরে
তোমার হাতের এক কাপ উষ্ণ
চায়ের নিমন্ত্রণে,
পরিপাটি ড্রয়িংরুমে তোমাদের।
হাতে আমার চায়ের কাপ,
চোখ ওই
তোমার ঠোঁটের কাছে তিলের
রহস্য খুঁজতে খুঁজতে হঠাৎ
হারিয়ে গেলে গহীন কল্পনাতে,
তারপর কখন
বেখেয়ালে চুমুক পেয়ালায় সমস্ত
উত্তপ্ত চা পুড়িয়ে ফেলে বুক,
কিংবা ভীষণ বিষমে টলে পড়ি
তোমার মায়াবী বাহুর আলিঙ্গনে-
সে ভোর
হতো বুঝি আমার প্রিয় ভোর,
সে মৃত্যু
হতো বুঝি অনন্ত সুখের মরণ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।