অপমৃত্যু
- আরিফুল হক দ্বীপ

যদি কোনদিন ভোরে
তোমার হাতের এক কাপ উষ্ণ
চায়ের নিমন্ত্রণে,
পরিপাটি ড্রয়িংরুমে তোমাদের।
হাতে আমার চায়ের কাপ,
চোখ ওই
তোমার ঠোঁটের কাছে তিলের
রহস্য খুঁজতে খুঁজতে হঠাৎ
হারিয়ে গেলে গহীন কল্পনাতে,
তারপর কখন
বেখেয়ালে চুমুক পেয়ালায় সমস্ত
উত্তপ্ত চা পুড়িয়ে ফেলে বুক,
কিংবা ভীষণ বিষমে টলে পড়ি
তোমার মায়াবী বাহুর আলিঙ্গনে-
সে ভোর
হতো বুঝি আমার প্রিয় ভোর,
সে মৃত্যু
হতো বুঝি অনন্ত সুখের মরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-০৫-২০১৫ ০৭:৩৫ মিঃ

আপনার লেখা গুলু খুবি চমৎকার

০২-০৫-২০১৫ ০২:০৭ মিঃ

'অপমৃত্যু 'কবিতাটি পড়ে কেমন লাগলো জানাবেন আশাকরি।
খাঁটি প্রেমিক যারা তারা হয়তো এমনটা আশায় করতে পারে।সবাই এমন প্রেমিক হয়ে উঠুক,তাহলেইতো প্রেম সার্থক,অমর অবিনাশী।।।