কোন অভিমানে
- তানজির উদ্দিন

কোন ব্যথা রাখিয়াছ মনে
বধু
আজি বেদন বিধুর এই লগনে
কোন কথা সঁপিয়াছ প্রাণে
বধু
করিয়াছ কি বলিয়াছ কি অভিমানে !
ভুলে যাও ভুলে যাও ভুল করি অবোধ মেনে
যাক এই লগ্ন বিধুর লগ্ন মিশে যাক ঐ পানে
বাজুক না হাসি মধুর হাসি বেদন বিধুর লগনে
নয়নে নয়নে জ্বলুক ঊষার স্মৃতি দেখি নয়নে ।

বধু
এ কোন হাসি হাসিয়া গেলে মোর পানে
সে হাসি নয়রে হাসি হাসি ও বেদনে
বেদন হাসি মধুর নয়রে মধুর অভিমানে
এবার ভুলে যাও ভুলের রাশি মধুর হেসে বাজাও বাঁশী
ঘরে অন্তরে অন্তরে সংসারে লাগাও দোলা বাজিয়ে বাঁশী ।
বধু
শুন হে ও ব্যথা নাহি ব্যথা না রাখ অভিমান
দেখো হেথা প্রাণের রাখালী বাজায় সে কি প্রাণ
রাখালী বাজায় প্রাণের বাঁশী নাহি নাহি গান
ওরে তারই বাণী নয়রে গানের বাণী নয় বেদন বাঁশী
তাইরে বধু লও বাণী তাহারি বাণী প্রাণের মাঝে হাসি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২২-০৭-২০১৩ ২৩:১২ মিঃ

বাজালেম :)

২২-০৭-২০১৩ ১৬:৪৮ মিঃ

বাজাও বাঁশী দিদি

২১-০৭-২০১৩ ২৩:৫০ মিঃ

এবার ভুলে যাও ভুলের রাশি মধুর হেসে বাজাও বাঁশী
ঘরে অন্তরে অন্তরে সংসারে লাগাও দোলা বাজিয়ে বাঁশী ।