প্রিয়া এলে
- আরিফুল হক দ্বীপ

প্রিয়া এলে জ্বলে তারা,বরষা থেমে যায়
শিউলীবাগে জ্যোৎস্না আসে,গন্ধে ভরে হায়।
প্রিয়া এলে বসন্ত বায়ু বয় দেহমন ঘিরে,
ঝংকার তোলে প্রেম মাধুর্য্য, মনের গহীন তীরে।
প্রিয়া সেযে মেয়ে,এলে ঘরে ফুল ফোটে,
হাসিযে তার করে মধুদান,রৌদ্র দীপ্তি উঠে।
প্রিয়া এলে সুখ আসে,বুকে বাঁধে আশার স্বপন,
শান্তির চাঁদ হাসি ছড়ায়,দেখে দুজন সুজনের মিলন।
প্রিয়া এলে জোয়ার আসে,আবেগ আপ্লুত প্রাণ
নির্জন রাতে শোনায় সেযে প্রেমময়ী গান।
প্রিয়া এলে আহা নিঝুম রাত্রি উচ্ছাসে জাগে,
কাটেযে ক্ষন করে আলিঙন, কুসুম কলি বাগে।
প্রিয়া এলে কাছে চোখে যায়যে নেশা ধরে
প্রেমের আবেগে জড়াতে তারে,বুকের পরম ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।