আজিকার এই প্রভাতে
- তানজির উদ্দিন - @
ডাকিছে ঐ গগণ পারে আজিকার এই প্রভাতে
বিরাজে শুভ্র আসনে ডাকিছে কারে এ প্রভাতে
ঐ বাজিছে বাঁশী বারংবারে
ঐ জাগিছে হুলস্তুল
বাজিয়া বাঁশী বরণে কারে
সে নাই বা হেথা গেল
হায়রে আজিকার এই প্রভাতে ডাকিছে প্রভাত মন্দিরে
দেখো যায় সকলে যায় যায়রে সে প্রভাত মন্দির পরে ।
ওকি হাঁকিয়ালে বিশ্বমাঝে
রণাঙ্গণে আজিকার এই প্রভাতে
উঠিলে সূয্যি ধাবিলে কাজে
আপনার কাজে চলিলে প্রভাতে
বর্ণিলে রত্নাভারে আরক্ত প্রহরের শেষে
ফিরিবে প্রভাত দূর ক্ষণের রণ রণ বেশে
তারপর মধ্যপ্রহরে জাগিয়া রূপোর থালি বিলোবে আলো
হায়রে তখনও ডাকিবে আজিকার প্রভাতে যে ডাক শুনায়ে গেলো !
নাইরে কেহ নাই বা গেলে ছেড়ে মন্দিরে
তবুও কি বাজে বাঁশী আজিকার প্রভাত মন্দিরে ।
আজিকার প্রভাত মন্দিরে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।