ভিটেমাটি
- সৌম্যকান্তি চক্রবর্তী
তোমার পাড়ার সেই ব্যবধান ,
কমাতে পারিনি তাই ;
হাজার বার থেমে ও
আজ ও আমি চলেই যাই ;
জানি না সে কোন মাটি ,
ছিল আমার নিজের দেশের ;
বিস্মৃত হই বার বার ,
আর অবিরাম হাঁটি ;
ঐ দেশকালের সীমানা ,
আটকে দেয় পদক্ষেপ ;
তবু সেসব অগ্রাহ্য করে
খুঁজি নিজের ভিটেমাটি !
=================
জগজিত সিংহের " Hazar bar ruke ham hazar bar chale " থেকে অনুপ্রাণিত |
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।