গ্রামের বাড়ি
- সৌম্যকান্তি চক্রবর্তী
আমার গ্রামের বাড়িতে
যখন আমি যেতাম !
ভাইবোনদের সমভিব্যহারে
দারুণ মজা পেতাম !
ধানক্ষেতে ঘুরতে ফিরতে ,
ধানের শিষ ছিড়তে ,
আরো মজা হত আমার
পুকুরের মাছ ধরতে !
গ্রামের বাড়ি থেকে
একটু হাঁটতে হাঁটতে ,
একটা সরু নদী -
ছায়া সুনিবিড় গাছের
ভিড়ে হৃদয় হারাই যদি !
আরো ভালো লাগে
বৃষ্টিভেজা দিনে ;
পুকুরেতে স্নান করতে
ডুব দিতে আনমনে !
শহরের আকাশে আলো ,
গ্রামের আকাশ অন্ধকার !
সেই আঁধারে ঝলমলে চাঁদ
আর হাজার তারার বাহার ;
বাড়ির পাশেই আছে
গৃহদেবতার মন্দির ,
ওখানে বসেই সন্ধ্যায় ,
আড্ডার হয় ভিড় !
আমার গ্রামের বাড়িতে
আর যেতে পাই না ;
মন খারাপ হলে ও তাই
মনটা ভালো হয় না ;
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।