সুখ দুঃখ
- আরিফুল হক দ্বীপ
ভেঙ্গে পড়ছো কেন?
গিলে খাকনা চাঁদ,ঘোলাটে
মেঘের রাক্ষসী মুখ, কতো দিন
আর নিবে স্বাদ?জ্যোৎস্নার পতন-
শ্রাবণে,তবুতো মুষরে পড়ে না
সুদূরের সরসী,রেঙ্গে ওঠে
একদিন পূর্ণ আভায়,
অমাবশ্যারা পালায়।
তোমার এখন বিষাদ বুকে-
তাতে কী?
সম্মুখেতো প্রস্তুত অনন্ত উজল সুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।