মুখোশধারী
- সৌম্যকান্তি চক্রবর্তী

এই সমাজে আছে কিছু
সুবিধাবাদী লোক -
ভালো মানুষকে পাগল
করার দিকেই এদের ঝোঁক !

এরা সকলে মুখোশধারী !
ভালো সেজেই থাকে ,
সরল সাদা মানুষ যত
পড়ে এদের ফাঁদে !

মিথ্যে কথা বলায় এদের ,
জুড়ি মেলা ভার !
এদের সঙ্গে পাল্লা দেয়,
সেই সাধ্য কার ?

অপবাদ আর গঞ্জনা দেওয়া
এদের একটা স্বভাব ;
ধর্ম আর বিবেকবোধের
বড়ই এদের অভাব !

এইসব দুর্জনকে করো পরিহার ,
দুর থেকেই করো প্রণাম
কাছে যেয়ো না আর !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।