নেইনি বুকে টেনে
- রুদ্র রহমান - তৃমাতৃক পড়াচোর

তৃণমূল আসক্তির সীমানা
ছাড়িয়ে পার করেছি অযুত
ঘন্টার কাঁটা।

নেশা বেধেঁ গেছে, হৃদয়ের
পরতে পরতে! টেক্সট বুকে
নামেনি চোখের পাপড়ি
ফেসবুকের প্রেমে পড়ে।

কেটে চলে সময়ের বিশোধিত
মুহূর্ত ; উপড়ে পড়ছে নদীর
মূল, ছিন্ন হচছে জীবন্ত ভবিষ্যৎ।

তবুও, নেই মাথাব্যথা!
নেই ক্লান্তি। ক্লেদাক্তময়ী
রক্তের শিরা উপশিরার যোনি।

টেবিলের বইগুলি অভিমানে
টইটম্বুর, রক্ত বর্গীয় ওদের
দুটি আঁখির জলপ্রপাত।

ওরা, নাকি আমার সপর্শকাতর,
আমাকে ছাড়া ওরা নিরজনে
তাস খেলে ;ঘুড়ি ওড়ায়!

কত কেঁদেছে উপর্যুপরি, সঁপেছে
রক্ত মুখী চক্ষু!

কিন্তু, তবুও তোদের আদর
করিনি, নেইনি বুকে টেনে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।