তুচ্ছ ভালোবাসা
- আরিফুল হক দ্বীপ

তোমার পারফিউমের দাম কতো?
সাতশো?আটশো কিংবা হাজার বারশো?
তুমি সেটা খুঁজে না পেয়ে-
মুখ গম্ভীর করে রাখলে,
আমার সঙ্গে দেখা করার কথা
তাও তুমি করলে না বোকা মেয়ে-
বুঝি আমার থেকেও দামি তোমার ওই পারফিউম,
মূল্য আমার চার আনা,
এই তোমার ভালোবাসা
তুচ্ছ করলে সামান্য এক সুগন্ধির কাছে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।