যাবো না
- আরিফুল হক দ্বীপ
এক কাপ চা হাতে দিয়ে বললে,
'আজ যেতে পারবে না কিন্তু-
যতই করো বাহানা,
কতোদিন পর ফিরেছো এই কুঞ্জে আমার,
কতোদিন পর সাজগুজ আজ প্রত্যূষে,
তোমার চোখের মনিকোঠায়-
ঠাঁই দাঁড়িয়ে রবো,যেতে পারবে না কিন্তু।'
আমি মেনে নিই তোমার মায়াভরা
অক্ষির গহীন আকুতি,
আমি বুঝি প্রিয়তমা তোমার খোঁপায়
কেন আজ হাসে বেলীফুল,
আমি বুঝি অধরে কেন ফুটে ওঠে রক্তকমল।
সবই তোমার আমাকে বেঁধে রাখার জল্পনা কল্পনা।
মুখের কাছে এসে দখিনা বাতাসের মতো
ছুঁয়ে যাওয়া নিঃশ্বাস বলে যায় দৈবাৎ
থেকে যাই পুরোদিন আলিঙ্গনে তোমার।
তাই একফালি চাঁদের প্রভা এঁকে দিতে
ওই মুখে, আমাকে বলতে হলো তোমায়-
যাবো না প্রিয়তমা,আজ যাবো না।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।