ছেলে আছে সুখে তার
- আরিফুল হক দ্বীপ

ভিখারী মা ঘুরে রাস্তায়,
ভিক্ষার থলি হাতে
ছেলে তার এখন হানিমুনে;
কক্সবাজার সমুদ্র সৈকতে।
পাশে প্রিয়া,
বাতাসের ভেতর তাদের হাসি
আর সমুদ্রের ঢেউ-
নিয়ে যায় সেই সুদূর পাড়ে,
এই বসন্ত দিনের খবর।
মায়ের চোখে জল,
অভিশাপ দেবে?না,না-
ছেলে আছে সুখে তার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।