ইচ্ছে হয়
- আরিফুল হক দ্বীপ
ইচ্ছে হয় আমার
নিত্য ব্যবহার্য জিনিস হই তোমার,
তোমার চুমুকের পেয়ালা হই
ফিরনি পায়েসের চামচ বাটি,
ভাত ভর্তি সানকি হই।
ইচ্ছে হয়-
তোমার প্রিয় সুগন্ধি হই,
ঠোঁটের নখের প্রসাধন হই
কপালের কালো টিপ হই।
ইচ্ছে হয়-
তোমার প্রিয় শয্যা হই,
তোমার ফুল তোলা প্রিয় চাদর
মাথার বালিশ-
কোলবালিশ,কাঁথা কম্বল হই।
ইচ্ছে হয়-
তোমার মাথার চিরুণী হই,
হাতের চুড়ি
নাকের ফুল,কন্ঠহার হই।
ইচ্ছে হয়-
তোমার শাড়ী,কামিজ ওড়না হই
তোমার প্রিয় অন্তর্বাস,
কটির মেখলা হই।
ইচ্ছে হয়-
তোমার প্রিয় নীল ফিতের স্যন্ডেল হই,
নূপুর হই
পায়ের তলার শিশিরস্নাত ঘাস হই।
ইচ্ছে হয় শুধু তোমার হই,
তোমায় ছুঁয়ে থাকি
সমস্ত সকাল,দুপুর,রাতের তিমিরে-
ভালোবাসায়, ভালোবাসায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।