ঝরা ফুল
- আরিফুল হক দ্বীপ

ছোট্ট শিশু পাশে লয়ে ঘুমে মধুবালা,
কর্তা নেই পাশে
অন্নের তরে দেশান্তর-
বাইরে ঘোর অন্ধকার,
ভিতরে জ্বলে এক পিদিম কেঁপে কেঁপে
ঝিঁঝিঁর ডাক বিরামহীন।
নড়বড় বাঁশের বেড়া,
ঘুমায় নারী,স্বপ্নে ক্ষুধার ভুবন ছেড়ে-
অন্নের মহা আস্তানায়।

সহসা কিছু অমানিশা ঢুকে সেই কাননে
একটি সতেজ ফুলের ঘ্রাণে।
স্পর্শে ওদের বিষাদে নিভে প্রদীপ।
ঝাপিয়ে পড়ে একটি নিষ্পাপ ফুলের উপর
একটি আর্তচিৎকার-
পৌঁছেনি অতিদূর,বাতাসও নীরবে।
কর্কশ হাতে ওদের পাপড়িগুলো সাজে মলিন।

সে নষ্ট ফুলটি এখন,
অন্যান্য বাসি ফুলের মতো একটি-
নক্ষত্রহীন কাননে।
প্রভাত,নিশি শুধুই সাজে মলিন,গন্ধহীন
সে ফুল হাসেনা কখনো আর,
এই ফুলদের জন্য এক কবির বড় কষ্ট হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।