এক মুঠো প্রেম দাও
- আরিফুল হক দ্বীপ
আমি প্রেমের জন্য
ভিক্ষুক সেজে -
দুয়ারে দাঁড়িয়ে তোমার
পেতেছি হাত,
এক মুঠো প্রেম দাও।
চোখে আমার শ্রাবণ সন্ন্যাসী এখন
চৈত্রের শুকনো প্রান্তর,
হন্যে হয়ে আর তোমার
পিছে ছুটার নেই আমার-
সেই উন্মত্ত তটিনীর স্রোত।
আমি ক্লান্ত;
দূর্ভিক্ষ পীড়িত কোন ক্ষুধার্ত এক
আমাকে দেখো একটিবার,
একটিবার শুধু-
হও মুখোমুখি।
যদি একবিন্দু করুণা হয় তোমার,
আমায় অন্ন জুগিয়ে যাও।
দুয়ার খুলে এসে-
এক মুঠো প্রেম দিয়ে যাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।