পুড়ে অন্তর পুড়ে
- আরিফুল হক দ্বীপ
যে ভোরে বাতাস হাসে দক্ষিণের
নতমুখো ওই আমের শাখা,
মুকুলেরও ভারে-
মনে পড়ে সেই ফাল্গুন।
সেই পরিচিত গন্ধ চুমু খায়-
আমার জানালায়।
শুনতে পাই ডাকে কেউ
কতো পরিচিত স্বরে।
ঘুম ভাঙানি ওসে প্রিয়তমা আমার,
নাই কোথাও আজ নাই।
নিদারুণ হাহাকারে আজ শুধু-
পুড়ে অন্তর পুড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।