মিথ্যে হয়ে যাক
- আরিফুল হক দ্বীপ

সব হোক ভুল,
যা দেখেছি মিথ্যে হোক আমার
চোখের দেখা,তার সঙ্গে
বসে দেবদারু তলায়
কিংবা এক কাপ চায়ে-
দুজনার ঠোঁট,মিথ্যে হয়ে যাক সব।
দুঃস্বপ্ন হয়ে থাক,সকাল হলেই
যেন দেখি তোমায়
চোখ পেতে জানালায়,
ওই দেবদারুর ছায়াতলে-
অপেক্ষায় তুমি আমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।