তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ১২
- অনির্বাণ মিত্র চৌধুরী ২০-০৫-২০২৪

কী সহজেই না বললে সেদিন – "ভালো থেকো। বিদায়।"
ভালো থেকো বললেই কি আর বলো, ভালো থাকা যায়?
জমাটবদ্ধ স্মৃতিগুলো মোমের মতো গলে যায় নিমিষে
কপোল বেয়ে নেমে আসে কষ্টের হিম আবেগ,
ভীড়ের মাঝেও নিজেকে ভীষণ একলা মনে হয়,
বুকের ভিতরটায় কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে;
নীড়হারা বিধ্বস্ত পাখির মতো মনে হয় নিজেকে।
নীলাভ কষ্টের ঢেউগুলো বারে বারে
আছড়ে পড়ে বেদনার বালুচরে।
ভুলে থাকতে চাইলেও কি সব ভুলে থাকা যায়, বলো?

বিশ্বাস কর, তোমায় ভুলে যেতে চাইলে
অস্থির লাগে দুনিয়াদারি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।